গাজীপুর মহানগরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ৩০১ জন প্রশিক্ষণার্থী শপথ নেবেন এবং তারা সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণ করবেন। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে থাকবেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন, শপথ গ্রহণ, কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ছাড়াও মার্চ পাস্ট ও কুচকাওয়াজ এবং আন আর্মড কমব্যাট ও পিটি ডিসপ্লে উপভোগ করবেন। এসময় ঊর্ধ্বতন কারা কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর শেখ মো. রাসেল জানান, ৬ মাস মেয়াদী এ প্রশিক্ষণ শুরু হয় এ বছরের ২৯ মে। এ কোর্সে ৩০১জন নবীন কারারক্ষী অংশ নেন। এদিন তাদের মধ্যে বেস্ট ড্রিল-১ম, পিটি-১ম, বেস্ট ফায়ারার ও চৌকস ক্যাটাগরিতে ৪ জন কৃতি প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হবে।