December 29, 2024, 5:42 am

গলাচিপায় রাতে রাস্তায় গরু ছাগল

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2020,
  • 114 Time View

সজ্ঞিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সূর্যাস্তের পর পরই পৌর শহরের বেশিরভাগ রাস্তাই গরু ছাগলের দখলে থাকে। এতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। রাস্তা আটকিয়ে রাখায় যানবাহন থেকে নেমে রাস্তায় থাকা গরু ছাগল সরিয়ে দিতে হয়। অন্ধকারে অনেক সময় দূর্ঘটনার সম্মুখীন হতে হয় যানবাহনসহ পথ চলাচলকারীদের। এনিয়ে পৌরসভার এক অটো চালক সেলিম জোমাদ্দার বলেন, পৌরসভার সন্ধ্যার পরে গরু ছাগলের অত্যাচারে গাড়ি চালানো যায় না। হঠাৎ করেই গড়ির সামনে এসে পরে গরু ছাগলগুলো। এনিয়ে এক মোটর সাইকেল ড্রাইভার সুমন হালদার বলেন, গলাচিপা পৌরসভার ফিডার রোডে গরু ছাগলের কারনে সন্ধ্যার পরে রাস্তায় গাড়ি চালানো যায় না। অনেক সময় দূর থেকে হর্ণ দিলেও রাস্তা থেকে সরে না গরু ছাগলগুলো। এতে মটর সাইকেল ড্রাইভারদের দূর্ঘটনার স্বীকার হতে হয়। গরু ছাগলের মালিকরা রাস্তাকেই তাদের ঘর বাড়ি তৈরি করে রেখেছেন। অবিলম্বে এর একটা ইতিবাচক সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71