আগামী ১০ ডিসেম্বর সমাবেশকে ঘিরে বিএনপি কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে ভুল করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গণ-সমাবেশের জন্য দু’টি জায়গার কথা বলেছিল। একটা সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ।
তাদের দাবি অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে মহানগর পুলিশ।
তিনি বলেন, বিএনপির কর্মসূচির কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এগিয়ে এনে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সব সময় বলেছি, আপনারা যেকোনো কার্যক্রম করতেই পারেন। কারণ এটা আপনাদের রাজনৈতিক অধিকার। তবে কোনো ক্রমেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না।
ওই সমাবেশে খালেদা জিয়া অংশগ্রহণ করলে জামিন বাতিল হবে কি না সেটি কোর্টের বিষয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।