চলতি কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে পোল্যান্ডের বিপক্ষে জিতলেও পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না।
কিন্তু মিস করলেন মেসি। পুরোই মিস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’
নকআউট পর্ব নিশ্চিতের মিশনে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৩৯মিনিটে গোল করার সেরা সুযোগ পায় আর্জেন্টিনা। তবে সেটি কাজে লাগাতে পারেননি দলের সেরা তারকা লিওনেল মেসি।
পেনাল্টি কিক থেকে মেসিকে গোল বঞ্চিত রাখেন পোল্যান্ড গোলরক্ষক স্টপার সেজেসনি। তবে মেসির সেই পেনাল্টি মিসকে শক্তিতে পরিণত করে দ্বিতীয়ার্ধে ২-০গোলে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি নিজেই জানিয়েছেন সেটি।