গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে ৪৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে গোবিন্দগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রী তার খালার সঙ্গে পলাশবাড়ি উপজেলার খামার জামিরা গ্রামে যাচ্ছিল।
পথিমধ্যে মেহেদী হাসান ও তার সহযোগীরা মোটরসাইকেলে মেয়েটিকে অপহরণ করেন। তারা মেয়েটিকে অজ্ঞাতস্থানে আটকে রেখে নির্যাতন চালান।
পরে ২০১৮ সালের ১৬ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার একপর্যায়ে আসামি মেহেদী হাসান জামিন নিয়ে পালিয়ে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একে এম মহিবুল ইসলাম মোহন বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে ধর্ষণের অপরাধে মেহেদী হাসানের ৩২ বছর এবং অপহরণের দায়ে ১৪ বছরসহ মোট ৪৬ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।