আগামী মার্চ মাসে রোজা উপলক্ষে নিত্যপণের দাম স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম নাও কমতে পারে। তবে সব পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সে ব্যাপারে সতর্ক আছে সরকার। ’
রোববার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন টিপু মুনশি।
মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ১০০টি এলসি বন্ধ করা হয়েছে ওভার ভয়েসের কারণে; ডলার সংকটের কারণে নয়। প্রতিদিন হাজার হাজার এলসি খোলা হচ্ছে, সেখানে ১০০টি এলসি বন্ধ হওয়া কোনো বিষয় না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘কোনো অবস্থায় রমজান মাসে তেল, সোলা, চিনি, ডালসহ নিত্যপণ্যের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সে বিষয়ে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।