মাদারীপুররে শিবচরে মাছ ব্যবসায়ী দাদন চোকদার হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (০৪ ডিসেম্বর) শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, শিবচর পৌর এলাকার পূর্ব শ্যমাইল এলাকার রাকিব শেখ ও একই এলাকার সাগর শেখ।
রোববার রাতে র্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মাছ ব্যবসায়ী দাদন চোকদারকে জমিসংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ২৩ নভেম্বর দুপুরে কুপিয়ে হত্যা করে সেলিম শেখসহ ২০ জনের একটি দল। এসময় দাদনের এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামিরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ওই দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন (২৪ নভেম্বর) সকালে দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখ, সেলিম শেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার পলাতক ছিলেন রাকিব ও সাগর। রোববার র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাদন হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।