শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন এম পি মহোদয়ের নির্দেশনায় নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আজ ২৪ জুন দুপুরে নাসিরনগর মুক্তিযোদ্ধা ভবনের সামনে অর্জুন গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন।
সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম -আহবায়ক এ এইচ এম শুভ সিদ্দিকীর পরিচালনায় বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্য, যুবলীগ নেতা মোঃ হাকিম রাজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা, যুগ্ম ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন, অবিদ খান সহ উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০০ (এক শত)টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।।