আগামী ১০ তারিখের সমাবেশকে ঘিরে সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দলীয়ভাবেও প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তথ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, কূটনৈতিকরা কাউকে ক্ষমায় বসানোর ক্ষমতা রাখে না।
বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বললে সেটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। সমাবেশ ঘিরে বিএনপি যা করছে তা বাড়াবাড়ি।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কমিটি ঘোষণা হবে। তিনি বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে।