হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হন আব্দুস শহিদ (৫০) ওই গ্রামের বাসিন্দা।
নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনার সমর্থক আব্দুস শহিদের ছেলে রুখন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
রাতেই বিষয়টির সমাধান করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তার ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুটিজুরী ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুর রহমান জানান, দুই কিশোরের মাঝে খেলা নিয়ে দ্বন্দ্ব হলে তা মীমাংসা করা হয়। কিন্তু এর জের ধরে শনিবার সকালে আব্দুস শহিদকে বল্লম দিয়ে আঘাত করে খুন করেন প্রতিপক্ষের লোকজন।