December 27, 2024, 8:15 am

গলাচিপায় করোনা ভাইরাস ও মানবিক কাজের জন্য পিআইওকে ধন্যবাদ জ্ঞাপন করলেন উপজেলাবাসী।

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2020,
  • 172 Time View

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বিশ^ব্যাপী ছড়িয়ে পড়ার পর মহামারিতে রুপ নিয়েছে নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসটি। বিশে^র উন্নত উন্নয়নশীল অনুন্নত সবখানেই মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারনে মানুষকে এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে

 

যার অভিজ্ঞতা বোধসহ বিগত কঠিন সময়ে মানুষের মাঝে থেকে করোনা ভাইরাস মোকাবেলা করে হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম গঞ্জে গিয়ে নিয়মিত ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যহত রেখেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন।

 

তার এই মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার জন সাধারণ ও হত দরিদ্রদের ভালবাসা এবং আস্থাভাজন হয়ে উঠেছেন। এবিষয় নিয়ে একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, মহামারি করোনা ভাইরাসের দূর্যোগে গলাচিপা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে হত দরিদ্রদের খাদ্য সামগ্রী নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।

 

এবিষয় নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গলাচিপা উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসে হত দরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য তথা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি মুহুর্তে আমার মোবাইল ফোন চালু রেখেছি। গলাচিপা উপজেলার সাধারণ মানুষ আমাকে ফোন করলে আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর অর্থায়নে হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে পর্যবেক্ষন করে তাদের জন্য ঘর তৈরি করে দিয়েছি।

২টি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় সোলারের সাহায্যে সেখানে সোলারের ব্যবস্থা করেছি এবং রাস্তায় ল্যাম্প পোস্ট স্থাপন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হত দরিদ্রদের উদ্দেশ্যে আরও বলেন, আমার অফিসের দরজা সকলের জন্য খোলা, আপনারা অফিস চলাকালীন সময়ে দালাল না ধরে সরাসরি অফিসে এসে আমার সাথে সরাসরি কথা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে হত দরিদ্রদের ঘর নির্মানে কোন দালালদের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান। কেননা মাননীয় প্রধান মন্ত্রীর নিজ অর্থায়নে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ঘর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71