পটুয়াখালীর গলাচিপায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাঁচ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এ সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, পরিষদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ।
উপজেলা তথ্য কর্মকর্তা ইসমত আরা অনুষ্ঠানটি পরিচালনা করেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাঁচ জয়ীতা হলেন, শিক্ষায় নুসরাত জাহান আনা, সফল জননী মাকসুদা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনে নিপা বেগম, নির্যাতনের বিভীষিকায় ঘুরে দাঁড়ানো রেনু বেগম এবং সমাজসেবায় সালমা বেগম। আলোচনা শেষে পাঁচ জয়ীতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তব্যে প্রধান অতিথি শাহিন শাহ বলেন, নারীদের উন্নয়ন ও জাগরণে বেগম রোকেয়া সম্মাননা অতুলনীয় ভূমিকা পালন করে। আজ নারীরা পিছিয়ে নেই। রাষ্ট্র চালনা থেকে শুরু করে দেশের সকল পর্যায়ে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। একটি দেশ এগিয়ে যেতে হলে নারীদেরকেও এগিয়ে যেতে হবে।