বিদেশিদের কাছে আওয়ামী লীগের ধর্না দিয়েও কাজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) রূপ মানুষের কাছে প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের রূপ বাংলাদেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে উন্মোচিত হয়েছে।
তারা কত হিংস্র হতে পারে, তারা যে কতটা সহিংস হতে পারে সেটা দেশ ও দেশের বাইরে উন্মোচিত হয়েছে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। গত ১০ তারিখে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। নতুন কর্মসূচি হয়েছে, ১০ দফা দাবি জানানো হয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।