ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুরোধে আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের কথা আসলে আমাদের জানা ছিল না। আওয়ামী লীগের অনুরোধে গণমিছিলের কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
সমমনাদের সঙ্গে আলোচনা করে তারিখ পরিবর্তন করা হবে।
বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল হক মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ‘কর্মসূচি ঘোষণার আগে এ নিয়ে আলোচনা হলেও তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল। ওই দিন কর্মসূচি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপিও চিন্তা-ভাবনা করছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেব আমরা। ’
এর আগে, শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি।
বিএনপির গণমিছিলের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। দুই মাস আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলেন। সেটি জানার পরও বিএনপি গণমিছিল কর্মসূচি দিয়ে দেশে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সম্মেলনের তারিখ জেনেও বিএনপি গণমিছিলের আয়োজন করে আমাদের উসকানি দিচ্ছে।