অনলাইন ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। লতাফত হোসেন ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক লতাফত হোসেন সকালে মাঠে কাজ করার সময় নিকটস্থ জাহিদ হাসানের পোল্ট্রি খামারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় খামারে বিদ্যুতের সংযোগে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।