ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের রুহিয়ার বাসভবনে ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে করার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালের বিচারক আলাউদ্দিন এ আদেশ দেন।
ওই নেতার নাম পয়গাম আলী। তিনি দলটির জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে, বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেন।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রুহিয়ায় তিন মাস আগে একটি ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা নুর ইসলাম অজ্ঞাত পরিচয়ের ১০০-১২০ জনের নামে মামলা দায়ের করেন৷ এ মামলায় তাকে আটক করা হয়। এখন পর্যন্ত এ মামলায় তিন জনকে আটক করা হয়েছে।