আওয়ামী লীগ অপকর্মের মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের বদনাম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করছে তারা। আওয়ামী লীগের অপকর্মের কারণে আন্তর্জাতিক মহলে দেশের বদমান হচ্ছে।
শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের বদনাম করতে বিএনপি ভাড়াটে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বদনাম নয়, দেশের বাস্তবতা তুলে ধরছেন কেউ কেউ। তাদের বিএনপি ভাড়া করেনি। তারা নিজেরাই আন্তর্জাতিক মহলে জানাচ্ছেন।
তিনি আরও বলেন, নিখোঁজ এক ব্যক্তির বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যাওয়ার পর আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তাকে অপমান করেছে।