বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ।
তিনি বলেন, সরকার বিএনপিসহ বিরোধীদলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তাদের বানোয়াট মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।
জুলুম-নির্যাতন চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকতে পারেনি। এ সরকারও ঠিক পারবে না।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে দলটির প্রধান কার্যালয়ে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এলডিপির সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। দেশে ডলার সংকট দেখা দিয়েছে। লুটপাটের কারণে ব্যাংক গুলোতে টাকার সংকট সৃষ্টি হয়েছে।
প্রবাসীরা দেশে টাকা পাঠানো বন্ধ করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক মাসও টিকে থাকতে পারবে না বলে দাবি করেছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ।