অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রাখতে বিজেএমসি’র নির্দেশনার প্রতিবাদে খুলনার ৯ টি পাটকলে প্রতিবাদ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইর্ষ্টান, কার্পেটিং ও জেজেআই জুট মিল গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রাখতে বিজেএমসি ২৭ জুন ঢাকায় বৈঠক আহবান করে। ওই বৈঠকের খবর পেয়ে আন্দোলনে নামে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো।
শ্রমিক নেতৃবৃন্দ বকেয়া মজুরি পরিশোধসহ মিলের উৎপাদন চালু রাখার দাবি জানিয়েছেন।
সমাবেশ বক্তৃতা করেন- শ্রমিক নেতা শাহানা শারমিন, হুমায়ুন কবির, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদসহ অন্যরা বক্তৃতা করেন।