December 23, 2024, 10:21 am

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিল, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, December 19, 2022,
  • 28 Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর কুমিল্লার মনোহরগঞ্জের একদল তরুণ মেতেছিলেন বিজয় উল্লাসে। কিন্তু হঠাৎ করেই তাদের সেই বিজয় উল্লাস পরিণত হয়েছে বিষাদে। প্রিয় দলের বিজয়ের পর আনন্দ মিছিল বের হলে একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে ১১ বছরের এক শিশু। নিহত শিশুটি ওই আনন্দ মিছিলে অংশ নিয়েছিল।

 

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাওন খিলা গ্রামের বড় বাড়ির বাসিন্দা পত্রিকা বিক্রেতা মিলন মিয়ার ছেলে। শাওন খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় তরুণদের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে দলটির ভক্ত-সমর্থকরা। ওই বিজয় মিছিলে শাওনও ছিল। রাত সাড়ে ১২টার দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে বিজয়ের মিছিল করতে করতে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে পাশের নাথেরপেটুয়াগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয় শাওনকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনারস্থলেই শাওনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তর নামের ওই মোটরসাইকেল চালক। তাকে স্থানীয়রা উদ্ধার করে এলাকার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি খিলা বাজারে রয়েছে। পুলিশকে এ ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71