December 23, 2024, 3:28 am

কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার বাড়ায় মন্দার ঝুঁকিতে বিশ্ব।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, December 19, 2022,
  • 29 Time View

বিশ্বব্যাপী মন্দা মোকাবেলায় ২০২৩ সালে উচ্চ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঋণ গ্রহণের খরচ বাড়িয়েছে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো। আগামী বছর এই সুদের হার বাড়তে পারে আরও। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে মন্দা না কমে বরং ক্রমবর্ধমান অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে। এমনটাই বলছে, যুক্তরাষ্টভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

 

অর্ধ শতাংশ সুদ বৃদ্ধির পর ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধানরা বলছেন, আগামী বছর এই সুদের হার আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে অর্থনীতি দুর্বল হওয়ার কথা স্বীকার করেছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে চার দশকের মধ্যে সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। একইসাথে কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক নীতির কড়াকড়ির ফলে ঋণের চাহিদা এতটাই কমে যেতে পারে যে, মহামারীর কারণে সৃষ্ট সংকোচনের পর বিশ্ব অর্থনীতিকে আবারও মন্দার মুখে পড়বে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেওয়ায় বিশ্বব্যাপী স্টকগুলো ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোয় খানিক নেতিবাচক প্রভাব পড়েছে। এ অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজারেই গত বৃহস্পতিবার দরপতন ঘটেছে। খবর বিবিসি ও সিএনবিসির।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বড় শেয়ারবাজারগুলোর মধ্যে আজ হংকংয়ের হ্যাং সেং সূচক ১ দশমিক ৪ শতাংশ কমেছে। চীনের সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে, তবে শেনজেন সূচক একই হারে, অর্থাৎ শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। অবশ্য এ জন্য দেশটিতে খুচরা বিক্রি ও শিল্পোৎপাদন কমে যাওয়াকেই অন্যতম অনুঘটক মনে করা হয়। কারণ, চীনের সরকারি তথ্যানুযায়ী দেশটিতে খুচরা বিক্রির পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি সংকুচিত হয়েছে। আবার শিল্পোত্পাদনও কমেছে, যেটাকে হতাশাজনক মনে করা হয়। এ রকম পরিস্থিতিতে আগামী শুক্রবার চীনের বার্ষিক কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তবে দুই দিনের সম্মেলনটি রুদ্ধদ্বার আয়োজনের মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি বা এএসএক্স ২০০ সূচকটি শূন্য দশমিক ৬৪ শতাংশ কমেছে। জাপানি শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই ২২৫ সূচকটি করেছে শূন্য দশমিক ৩৭ শতাংশ। দেশটির টোকিও স্টক প্রাইস ইনডেক্স (টপিক্স) শূন্য দশমিক ১৮ পয়েন্ট খুইয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক পড়েছে ১ দশমিক ৬ শতাংশ।

এদিকে নীতি সুদ কমানোর পর খোদ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬৩ শতাংশ, ডাউজোন্স সূচক শূন্য দশমিক ৪২ শতাংশ, ন্যাসডাক সূচক শূন্য দশমিক ৭৬ শতাংশ পড়েছে।

ইউরোপীয় শেয়ারবাজারগুলোর মধ্যে যুক্তরাজ্যের এফটিএসই সূচক শূন্য দশমিক ৭৭ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২২ শতাংশ, জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক ১৭ শতাংশ কমেছে।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গতকাল বুধবার নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে। সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, দ্রব্যমূল্য যেভাবে দ্রুতগতিতে বাড়ছে, তাতে এর লাগাম টানতে সুদের হার আরও বাড়াতে হতে পারে।

এবার নীতি সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে। তবে তা পরিমাণে তাঁদের সাম্প্রতিক ঘোষণাগুলোর তুলনায় কম। এর ফলে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেদিকেই এগোচ্ছে। এটিই গত ১৫ বছরের মধ্যে দেশটিতে নীতি সুদের সর্বোচ্চ হার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71