রাজধানীতে বিএনপির গণমিছিলের আগ মুহূর্তে ‘জামায়াত কর্মী’ সন্দেহে আটক আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবকে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জামায়াত’ প্রমাণ না হওয়ায় শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় পল্টন থানা পুলিশ।
আব্দুল মোতালেব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং একই উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রয়েছেন।
ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আব্দুল মোতালেবের ভাই আব্দুল মান্নান, বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য মোতালেব ঢাকায় গিয়েছিলেন। তখন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। পুলিশ তাকে ভুলে আটক করেছিল।
এর আগে, শুক্রবার দুপুরে বিএনপির গণমিছিলের ঠিক আগ মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন থেকে ‘জামায়াত কর্মী’ সন্দেহে আব্দুল মোতালেবসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।