দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সরকার বলেন, শুক্রবার রাতে নিউ পিংকি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাখালী থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে রওনা হয়। পথে শনিবার সকালে উপজেলার দিঘীরত্না এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে যায়। এতে চারজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।