December 23, 2024, 7:17 am

মেসির হাতে বিশ্বকাপ ওঠার বছরে পেলের বিদায়।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, December 31, 2022,
  • 102 Time View

ক্রীড়াঙ্গনে ২০২২ এর শুরু বিতর্কিত ঘটনার মধ্যে দিয়ে। করোনা টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়ে বিপাকে পড়েন নোভাক জকোভিচ। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এরপর রীতিমতো অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হয় বিশ্বসেরা এই টেনিস তারকাকে।

শুরুটা বিতর্কিত হলে, শেষটা বিমর্ষের। ইহলোকের মায়া কাটিয়ে অনন্তলোকে পাড়ি জমান ফুটবল রাজা পেলে। সেটাও লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠার ১১ দিনের মাথায়।

 

এ দুই ঘটনার মাঝে আরও বেশ কিছু আলোচিত ঘটনা ছিল বিশ্ব ক্রীড়াঙ্গনে। যা নিয়ে সালতামামি তৈরি করেছেন সাজ্জাদ এইচ. সাব্বির…

মেলবোর্নে পা রাখলেও অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই বাড়ি ফিরতে হয় জকোভিচকে  ৥ টুইটার 

বিতাড়িত জকোভিচ   
করোনা টিকা না নেওয়া ভিসা পেয়ে অস্ট্রেলিয়া পা রাখার পরও বিতাড়িত হতে হয় নোভাক জকোভিচকে। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে মেলবোর্ন যান জকো। তবে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী টিকা ছাড়া দেশটিতে প্রবেশ করায় বিপত্তির মুখে পড়েন তিনি। মেলবোর্নে যাওয়ার পর জকোভিচের ভিসা বাতিল করা হয়। সেখানে হোটেলবন্দী অবস্থায় কয়েক দিন কাটাতে হয়েছে তাকে। এরপর আদালতের ঘোষণায় অস্ট্রেলিয়া ছাড়তে হয় তাকে। একই কারণে পরবর্তীতে যুক্তরাষ্ট্র সফরও করতে পারেননি জকোভিচ।

ডোপপাপে ধরা রাশিয়ার ভালেইবা  
বেইজিং শীতকালীন অলিম্পিকে ডোপিং কেলেঙ্কারিতে ফেঁসে যান রুশ অ্যাথলেট কামিলা ভালেইভা। এ কোয়াড্রাপল জাম্প ইভেন্টে দেশের হয়ে দলীয় স্বর্ণপদক জয় করেন। কিন্তু নিষিদ্ধ ওষুধ ট্রিমেটাজিদিনে সেবনের দায়ে ডোপ টেস্টে ধরা পড়েন তিনি। সাধারণত কণ্ঠনালির প্রদাহের জন্য এ ধরনের ওষুধ সেবন করার নির্দেশনা ছিল। তবে অ্যাথলেটদের গতি বৃদ্ধিতে তা সহায়তা করায় তাদের জন্য নিষিদ্ধ হিসেবে তালিকায় রয়েছে। আর্ন্তজাতিক ক্রীড়া আদালত সিএএস অবশ্য ভালেইভাকে অলিম্পিকে অংশ নিতে অনুমতি দেয়। যেহেতু তার বয়স কম, সে কারণে ডোপিং অভিযোগ মাথায় নিয়েই ১৫ বছর বয়সী গেমসে অংশ নেন।

শেন ওয়ার্নের মৃত্যু 
মার্চে ইহলোকের মায়া কাটান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। থাইল্যান্ডে অবকাশ কাটাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮ উইকেট পাওয়া বোলার ৯০ ও ২০০০’ দশক পুরোটাই বল হাতে রাজত্ব করেছেন। এরপর আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ধারাভাষ্যকার হিসেবে নতুন জীবন শুরু করেন ওয়ার্ন। তার মৃত্যুর পর বাবা কেইথ বলেন, শেনকে ছাড়া ভবিষ্যত দেখা অকল্পনীয়। কিন্তু একটি বিষয় আমাদের স্বস্তি দেয়, ৫২ বছর ৫ মাস ১৯ দিন বয়সে অনেক সম্মান পেয়েছে সে।  বহু কৃতিত্ব অর্জন করেছে।  যা হয়তো অনেকে কল্পনাই করতে পারে না।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা
ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসনের কারণে রাশিয়া ও তাদের মিত্র বেলারুসের ওপর বিশ্ব ক্রীড়াঙ্গনের নিষেধাজ্ঞা আরোপিত হয়। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। অ্যাথলেটিকসেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের কোনো খেলোয়াড়কে অংশ নিতে দেয়া হয়নি। উইম্বলডন থেকে উভয় দেশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়। যদিও রাশিয়ায় জন্মগ্রহণকারী কাজাকাস্তানের প্রতিনিধিত্ব করা এলিয়ান রিবাকিনা নারীদের এককে উইম্বলডন শিরোপা জয় করেন। ইউএস ওপেনে ইউক্রেনের মার্টা কোস্টিয়াক বেলারুসের ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে টেনিস বিশ্বের অঢেল ভালোবাসায় সিক্ত হন রজার ফেদেরার  ৥ টুইটার

ফেদেরার ও সেরেনার বিদায়
টেনিস বিশ্ব এ বছর বিদায় জানিয়েছে দুই অন্যতম সেরা তারকা রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসকে। দীর্ঘদিনের হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ৪১ বছর বয়সী ফেদেরার সেপ্টেম্বরে ক্যারিয়ারকে বিদায় জানান। ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয় করেন তিনি। পুরো ক্যারিয়ারে ফেদেরার ১০৩টি শিরোপা জিতেছেন এবং প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। তবে ইউএস ওপেনে খেলতে এসে টেনিসকে বিদায় জানানোর সময় সেরেনা ‘অবসর’ শব্দটি বলতে অস্বীকৃতি জানান। ৪১ বছর বয়সী মার্কিন তারকা জানান, আপাতত তিনি টেনিস থেকে দূরে চলে যাচ্ছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী সেরেনা টানা ৩১৯ সপ্তাহ র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশনে ছিলেন।

দাবা কেলেঙ্কারি
বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগসান কার্লসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন মার্কিন গ্র্যান্ডমাস্টার হ্যানস নিয়েম্যান। কার্লসেনের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন দাবি করে নিয়েম্যান ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা দায়ের করেন। এ মামলায় একইসঙ্গে দোষী সাব্যস্ত করা হয় কার্লসেনের প্রতিষ্ঠান প্লে ম্যাগসান গ্রপ, বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন টেস প্ল্যাটফর্ম ড্যানি রেনে অব চেসডটকম এবং মার্কিন আরেক গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে। এদিকে কার্লসেন উল্টো নিয়েম্যানকে প্রতারক হিসেবে অভিযুক্ত করেন।

পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে ইংলিশদের উদযাপন। গত নভেম্বরে মেলবোর্নে   ৥ সিএনএন

অস্ট্রেলিয়ার মাঠে ইংলিশদের হাসি 
ক্রিকেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মানেই অন্যরকম এক উত্তেজনা। দুই দলের দ্বৈরথ বেশ পুরনো। তবে ইংল্যান্ড চিরশত্রু অস্ট্রেলিয়ার মাটিতে জেতে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টি২০ বিশ্বকাপ। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুইবার কুড়ি ওভারের বিশ্বকাপ জেতার ইতিহাস গড়ে জস বাটলারের দল।

বিশ্বকাপ ট্রফি নিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের উল্লাস। গত ১৮ ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামে    ৥ টুইটার

কাতারে আর্জেন্টিনার বিশ্বজয় 
ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা হাতে তোলে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ এবং অতিরিক্ত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে শিরোপা যায় আর্জেন্টিনার হাতে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলায় আসর সেরার ট্রফি (গোল্ডেন বল) ওঠে মেসির হাতে। বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় আইকনিক পেলে ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সর্বকালের সেরা খেলোয়াড়ের এলিট গ্রুপে মেসিকে বিবেচনা করা হচ্ছে।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেলে  ৥ সংগৃহীত

পেলের শোকে কাতর বিশ্ব
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। তবে গত ২৯ নভেম্বর বিশ্বকাপ চলাকালীন সময়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হওয়ার সেখান থেকে আর বের হওয়া হয়নি তার। ভর্তি হওয়ার ঠিক এক মাস পর ২৯ ডিসেম্বর হাসপাতালের বিছানায়ই শেষনিশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজা। তিন বিশ্বকাপজয়ী ইতিহাসের একমাত্র ফুটবলার বিদায় নেন বিশ্বকাপের বছরেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71