নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে নারায়নপুর সিগন্যাল এলাকায় রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৭), একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) ও একই গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩২)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি নিহির রঞ্জন দেব ও গোপালপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পোটার মো. রায়হান।
ওসি নিহির রঞ্জন দেব বলেন, ‘দুপুর ১টার দিকে নারায়ণপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই তিনজন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মরদেহগুলোকে থানায় আনা হয়েছে। ’