পাবনার ঈশ্বরদীতে গুলি করে রিকশাচালক মামুন হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত মধ্যরাতে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন এবং তার ভাই আনোয়ার হোসেন সহ চারজনকে আসামি করা হয়েছে। এছাড়া ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বুধবার রাতে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে পাবনার ঈশ্বরদী পৌর সদরের রেলগেট কড়ইতলা এলাকায় রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলি ও ছুরিকাঘাতে আরও দুজন আহত হয়।