বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হয় প্ল্যাটফর্মটি। বিশ্বব্যাপী প্রায় ২.৪৪ বিলিয়নেরও বেশি মানুষ নিয়মিত এ মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এবার আরও সুবিধা নিয়ে আসকে চলছে ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি।
বছর শুরুতেই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে-এ ৩টি চ্যাট পিন টু টপ করা যেত। এখন থেকে ৩টির পরিবর্তে ৫টি চ্যাট পিন টু টপ করা যাবে। প্রযুক্তি ওয়েবসাইট ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে।
ওয়াবেটাইনফো জানিয়েছে, বিভিন্ন চ্যাট, মেসেজের ভিড়ে অনেক জরুরি চ্যাট হারিয়ে যায়। প্রয়োজনের সময় সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়। সেই সমস্যা দূর করার জন্য আসছে এই নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে সহজেই প্রয়োজনীয় চ্যাটকে খুঁজে পাওয়া যাবে। সেই কারণেই ৩টির পরিবর্তে বদলে এখন থেকে ৫টি জরুরি চ্যাট পিন টু টপ করা যাবে।
চ্যাট পিন টু টপ করার পদ্ধতি জেনে নিন-
সবার আগে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার যে চ্যাট টিকে পিন টু টপ করতে চাইছেন সেটাকে ক্লিক করে থাকুন বা রাইট সোয়াপ করুন।
এবার উপরে একটি পিন আইকন দেখতে পাবেন। সেটিকে ক্লিক করুন। তাহলেই আপনার চ্যাট পিন টু টপ হয়ে যাবে।
সবার উপরে থাকবে সেই চ্যাট। ডেস্কটপেও একই উপায় চ্যাট পিন টু টপ করতে পারবেন।
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ডিলিট করা ম্যাসেজ ফিরে পাওয়া যাবে
শিগগিরই এই ফিচার আসতে চলছে। একই সঙ্গে মেসেজের মতো যেন স্ট্যাটাস রিপোর্ট করা যায় এখন তা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার এলে স্ট্যাটাসে কেউ বিদ্বেষমূলক বা ঘৃণা ছড়াচ্ছে এমন পোস্ট করলে সেটা রিপোর্ট করা যাবে।
প্রসঙ্গত, এর আগে হোয়াটসঅ্যাপ অ্যাকসিডেন্টাল ডিলিট নামের ফিচারে ‘আনডু’ নামের একটি বাটন চালু করে। বাটনটিতে চাপলেই মুছে ফেলা বার্তা আবার দেখা যাবে। এ জন্য বার্তা মুছে ফেলার ৫ সেকেন্ডের মধ্যেই বাটনটি চাপতে হবে। ফলে চাইলেই মুছে ফেলা পুরোনো বার্তাগুলো উদ্ধার করা যাবে না। দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাঁদের মতে, মুছে ফেলা বার্তায় অনেক সময়ই প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে সেগুলো পরে প্রয়োজন হয়। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই মূলত মুছে ফেলা বার্তা উদ্ধারের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।