কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে টেকনাফের ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ওসিউর রহমান (৪৮) ও একই এলাকার মো. শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।
র্যাব জানায়, মাদক কেনাবেচার সংবাদ পেয়ে ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে ১ লাখ ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলেও জানান র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।