December 23, 2024, 10:33 am

বিএনপির গণঅবস্থান, বিশৃঙ্খলায় ছাড় দেবে না আওয়ামী লীগ।

অনলাইন ডেক্স
  • Update Time : Wednesday, January 11, 2023,
  • 43 Time View

আজ বুধবার (১১ জানুয়ারি) বিএনপির গণঅবস্থান কর্মসূচি। তবে এ দিন আওয়ামী লীগও বসে থাকবে না। বিএনপির এ কর্মসূচির প্রতিবাদে শান্তি সমাবেশ, আলোচনা সভা, অবস্থান কর্মসূচি, মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাঠে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পাড়া-মহল্লায়ও সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবস্থান কর্মসূচির নামে সহিংসতা তৈরির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় তার সমুচিত জবাব দেওয়া হবে। তবে গায়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কোনো সংঘর্ষে না জড়াতেও সতর্ক করা হয় দলের হাইকমান্ড থেকে।

এদিকে, বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই বলেও জানান তিনি।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। এ দাবিতে আজ দেশব্যাপী বিভাগীয় শহর তথা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লায় গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। সমমনা রাজনৈতিক দলগুলোও আলাদা আলাদা এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

একই দিন রাজধানীতে শান্তি সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ করে আজ সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের সনি সিনেমা হলের পেছনে ৮নং ওয়ার্ড ঈদগাহ মাঠে শান্তি সমাবেশ করবে। এতেও প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71