ইউক্রেনী বাহিনীর সঙ্গে নয়, বরং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী নিকোলাই পাত্রুশেভ এ মন্তব্য করেছেন।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মস্কোভিত্তিক এক সাপ্তাহিক পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন রুশ সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার এ সচিব। যেখানে তিনি অভিযোগ করেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করে বিশ্ব মানচিত্র থেকে দেশটির নাম মুছে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
এদিকে, টানা কয়েক মাসের দীর্ঘ লড়াইয়ের পর পূর্ব ইউক্রেনের লবণখনির শহর সোলেদারের বেশিরভাগই দখলের পথে রয়েছে রুশ বাহিনী। মস্কো কয়েক মাসের মধ্যে প্রথম সাফল্য অর্জনের চেষ্টা করছে বলে মঙ্গলবার জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা।
রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার পশ্চিমাদের কাছে আরও আধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।