বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
শনিবার (১৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।
এ ম্যাচে বরিশালের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। তার বদলে সুযোগ দিয়েছেন বাঁ-হাতি পেসার কাজী অনিককে।
এদিকে কুমিল্লার একাদশে একাধিক পবিবর্তন দেখা গেছে। মোহাম্মদ রিজওয়ান, চ্যাডউইক ওয়ালটন, হাসান আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং নাঈম হাসান খেলছেন বরিশালের বিপক্ষে।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, ইব্রাহিম জাদরান, চতুরাঙ্গা ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, চ্যাডউইক ওয়ালটন।