মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়েই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে আরও দশমিক ২৫ ভাগ বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে পলিসি রেট।
এদিকে, ভোক্তা পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে। সেইসাথে আমানতের সর্বোচ্চ সুদহার ৬ শতাংশ প্রত্যাহার করা হয়েছে।
এখন থেকে আমানতের সুদ বা মুনাফার হার নির্ধারণ হবে চাহিদা যোগানের ভিত্তিতে।
নতুন মুদ্রানীতিতে সরকারি খাতের ঋণের প্রবাহের লক্ষ্য ৩৭.৭ শতাংশ আর বেসরকারি খাতে ১৪.১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গভর্নর হওয়ার পর প্রথমবার মুদ্রানীতি ঘোষণা করলেন আমলা থেকে ব্যাংকিং রেগুলেশনের শীর্ষ পদে বসা আব্দুর রউফ তালুকদার। আগের গভর্নর মেয়াদে বছরে একবার হলেও এবার আগের মতোই দুই দফা মুদ্রানীতি ঘোষণার নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পলিসি রেট যেটা বাড়ানো হয়েছে সেটা ঠিক আছে। আমরা নতুন পাঁচটি ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট লাইন চালু করেছি। যেগুলোর মধ্যে রয়েছে রিফাইন্যান্স ও প্রিফাইন্যান্স। আমরা ব্যাংকগুলোকে সেখান থেকে টাকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করছি।
তিনি বলেন, এর ফলে ব্যাংকগুলো দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে টাকা নিতে পারবে। যেগুলো সুদ হবে একদমই তুলনামূলক কম। পলিসি রেটের থেকেও কম হবে যেটা। এই ৫০ হাজার কোটি টাকার মধ্যে কোনোটার সুদ ৪ শতাংশ, কোনোটার ২ শতাংশ এবং কোনোটার বা দশমিক ৫ শতাংশও রাখা হয়েছে।