হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে কোনো প্রার্থী জয়ী হলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন আলমগীর। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে ইসি। যথাসময়ে ভোট হবে বলেও জানান তিনি।
এর আগে, সকালে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, দেশে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এ নিয়ে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।
ইসি সচিব আরও জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে ২ মার্চ।