দেশে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এ নিয়ে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে ২ মার্চ।
ইসি সচিব জানান, ২০২২ সালের হালনাগাদে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন মারা যাওয়ায় তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ এবং মহিলা ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। হিজড়া ভোটার আছে ৮৩৭ জন।