নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এর আগে ৪০ জন নিহতের খবর প্রচার করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
আজ রোববার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিমালিয়ান টাইমস বলছে, এখন পর্যন্ত ৩২ লাশ উদ্ধার করা হয়েছে।
আল-জাজিরা ও রয়টার্স বলছে, এখন পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে কাঠমান্ডু থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি পর্যটন এলাকা পোখরায় যাচ্ছিল। অবতরণের সময় এটিতে আগুন লেগে যায়।
ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে ৬৮ যাত্রী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৫ জনই বিদেশি নাগরিক।
বিবিসি বলছে, উড়োজাহাজটি পোখরা বিমানবন্দরের দেড় কিলোমিটার দূরে সেতি নদীর কাছে বিধ্বস্ত হয়। নেপালের সামরিক বাহিনীর অন্তত ২০০ সদস্য উদ্ধারকাজ চালাচ্ছে। বিধ্বস্তের পর উড়োজাহাজটি কয়েক টুকরোতে পরিণত হয়।
ইতোমধ্যে উড়োজাহাজ বিধ্বস্তের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। ওইসব ছবি ও ভিডিওতে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা যায়।