গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
কোটালীপাড়া থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার ঘাঘর বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার মহুয়া চত্তরের কাছে পৌঁছালে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগে। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূ উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী।