নীলফামারী ডোমার উপজেলার চিকনমাটি সাহা পাড়া এলাকায় স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, রোববার সকালে শাহিদ আলী প্রামাণিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন।
পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগমের শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
মৃত শাহিদ আলী প্রামাণিকের বড় জামাই দুলাল হোসেন জানান, রোববার সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে।