ফেসবুকে ভূয়া আইডি খুলে তরুণীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপরাধে নওগার এক যুবক কে ডিজিটার নিরাপত্তা আইনে ৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।
আজ সকাল ১১ টায় রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি শাফিউল ইসলাম শাফি (২৪) নওগা জেলার মহাদেব উপজেলার মাওলানা সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইসমত আরা জানান, আসামি শাফিউল রহমান শাফি ২০২১ সালের জানুয়ারিতে তার এক আত্মীয় তরুণীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করে।
পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সাজা প্রদান করা হয়েছে।