মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এর সাথে সাক্ষাতে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হোক, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরও ভালো হোক।
সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোন পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে সেটা জানতে চেয়েছেন লু।
তবে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সে ব্যাপারেও উদ্বেগ দেখিয়েছেন লু।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে লু বলেছেন, যে প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে দ্রুত সময়ে এই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে এমন আশ্বাসও দিয়েছেন তিনি। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া জটিল প্রক্রিয়া এবং কয়েকটি ধাপ পার হতে হয় বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা বন্ধ হোক সেটা চায় না যুক্তরাষ্ট্র। তারা চায় এদেশে মানবাধিকার ঠিক থাকুক। সুষ্ঠু নির্বাচন হোক। কেউ সহিংসতা করুক সেটা চায় না তারা। সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেবে না সরকার। সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে তবে সেটা যদিও শান্তিপূর্ণ না হয় তখন নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা দেবে।