গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর আরটির।
এক বিবৃতিতে এফএসবি জানায়, রাশিয়ার নিরাপত্তা জন্য হুমকি এমন তথ্য সংগ্রহ করছিল গ্রেপ্তারকৃত মার্কিনি।
তবে এ ছাড়া আর কিছুই জানায়নি সংস্থাটি।
রুশ আইন অনুযায়ী, গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে ১০ থেকে ২০ বছরের জেল হতে পারে।
গুপ্তচরবৃত্তির অভিযোগ বর্তমানে রাশিয়ার জেলে রয়েছে মার্কিন নৌ কর্মকর্তা পল ওয়েলান। ১৬ বছরের সাজায় ভুগছেন তিনি। ২০১৮ সালে তাকে গ্রেপ্তার করা হয় ও এর দুবছর বাদে তাকে এই সাজা দেওয়া হয়। রুশ নিরাপত্তা বাহিনীর দাবি, পলের কাছ থেকে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পেয়েছে তারা, যার মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল।