সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন ইতালির দুর্ধর্ষ মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো। দীর্ঘ ৩০ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাত্তেও। এবার পালানোর জন্য তার ব্যবহৃত দ্বিতীয় বাংকারের সন্ধান পেয়েছে পুলিশ। এমনটাই জানিয়েছে বিবিসি।
ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওয়ারড্রবের পিছনে একটি গোপন বাংকার রয়েছে। বাংকারটিতে একজন মানুষ থাকার মত জায়গা রয়েছে। সম্পতি কেউ সেখানে অবস্থান করেছে এমন আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
পুলিশ জানিয়েছে, স্লাইডিং বেসযুক্ত একটি ওয়ারড্রবের পিছনে একটি গোপন বাংকার পেয়েছ তারা। সেখানে ফাকা কাগজের ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে অনেক গোপনীয় তথ্য ছিল যা সরিয়ে নেয়া হয়েছে।
গ্রেপ্তারের সময় মাত্তেওর কাছে থাকা ব্যাগে একটি একটি গাড়ির চাবি পায় পুলিশ। সেই সূত্র ধরে সোমবার ৬০ স্কয়ার ফিটের একতলা বাড়ির সন্ধান পায় তারা। সেই বাড়ির কাছেই নতুন সন্ধান পাওয়া এই ব্যাংকারের অবস্থান। বাংকারটি সিসিলি দ্বীপের ক্যাম্পোবেল্লো ডি মাজারা শহরে অবস্থিত।
ইতালির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে মাত্তেওর বাড়ি থেকে বিলাসবহুল পারফিউম, দামী আসবাবপত্র এবং ডিজাইনার পোশাকের পাশাপাশি দুটি সেল ফোন এবং যৌন উত্তেজক বড়ি পাওয়া গেছে।
এর আগে গত সোমবার (১৬ জানুয়ারি) ইতালীয় দ্বীপ সিসিলির রাজধানী পালেরমোর একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন পরিচয়ে হাসপাতালটিতে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তাকে ইতালির মধ্যাঞ্চলীয় শহর আব্রুজ্জোর একটি কারাগারে নেয়া হয় তাকে। পুলিশ জানিয়েছে সেখানে ক্যান্সারের চিকিৎসা পাবেন। কুখ্যাত এই মাফিয়া বস দম্ভভরে বলতেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তা দিয়ে ‘একটি কবরস্থান’ ভরে ফেলা যাবে।