হবিগঞ্জের মাধবপুরে বাড়ির উঠোন দিয়ে ছাগল যাওয়া কে কেন্দ্র করে রাশিদা বেগম(৩৫) খুন হয়েছে।
নিহত রাশিদার ছোট বোন আকলিমার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাশিদার ভাসুর খলিল মিয়ার উঠোনের উপর দিয়ে নিহত রাশিদার একটি ছাগল গেলে খলিল মিয়ার পরিবারের সাথে আকলিমার বড় বোন শামীম মিয়ার স্ত্রী রাশিদার তর্কবিতর্ক হয়।
তর্ক বিতর্কের এক পর্যায়ে খলিল মিয়ার ছেলে তানভির ইট দিয়ে আঘাত করলে রাশিদা গুরুতর আহত হয়। আহত অবস্থায় র হাসপাতালে নিয়ে যাওয়ার রাশিদা মারা যায়। নিহত রাশিদা খলিল মিয়ার ছোট ভাই শামীম এর স্ত্রী।
মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপির বেলঘর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় মাধবপুর থানার একদল পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই খলিল মিয়ার পরিবার বাড়ি থেকে পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।