শিরোপার পথে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে রইলো ক্রিশ্চিয়ানো রোনালদো য়্যুভেন্টাস। জেনোয়ার মাঠে রোনালদো-দিবালাদের দাপটে ৩-১ এর জয় নিয়ে ফিরেছে তুরিনে ওল্ড লেডিরা।
প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথমার্ধে বেশ কঠিন পরীক্ষা দিতে হয় য়্যুভেন্টাসকে। গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫০ মিনিটে কুয়াদ্রাদোর বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন পাওলো দিবালা।
মিনিট ছয়েক পর স্কোর লাইন ২-০ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ গোলের ফলে রেকর্ড করেছেন রোনালদোও। পুসকাসের সমান ৭৪৬ গোল করে ৪র্থ স্থানে আছেন তিনি।
আর ৭৩ মিনিটে ডগলাস কস্তার গোলে বড় জয়ের পথেই হাটে য়্যুভেন্টাস। ৭৬ মিনিটে জেনোয়া এক গোল শোধ করলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার। ২৯ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।