হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭২২ জন।
বুধবার (১ জুলাই) ঢাকা থেকে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫৯ জন, মাধবপুর উপজেলার ১৭, চুনারুঘাট উপজেলার ১৬ জন, নবীগঞ্জ উপজেলার ১৫ জন, বাহুবল উপজেলার ৯ জন এবং বানিয়াচং উপজেলার ১ জন।
জেলায় ইতি মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ০৬ জন ও সুস্থ হয়েছেন ২১৮ জন।