মাদারীপুরের রাজৈরে নির্মাণাধীন ঘরের দেয়ালে মটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুপঙ্কর মাঝি (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সুপঙ্কর একই গ্রামের বকুল মাঝির ছেলে। সে বরিশাল বিএম কলেজের বিএ (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিল।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর তিনটার দিকে নিজেদের নির্মাণাধীন ঘরে পানি দেয়ার জন্য মটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়।
এ সময় সুপঙ্কর মাঝি আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রাজৈর হাসপাতালের ডা. শিউলি দাস জানান, ওই কলেজ ছাত্রকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। সুপঙ্কর মাঝির মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।