মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান এই শ্লোগানকে ধারন করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় চান্দিনা উপজেলাতে ও পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে চান্দিনা উপজেলা ছাত্রলীগ।
রবিবার ৫ জুলাই সকালে চান্দিনার দোল্লাই নবাবপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে ক্যাম্পাসে ও খেলার মাঠের পাশে বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব ফরহাদ রায়হান,চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব কাউছার আলম আপন, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হানিফুর রহমান সুজন,দোল্লাই নবাবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান মন্জু, দোল্লাই নবাবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক তালুকদার, দোল্লাই নবাবপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব (রাজকুমার) দোল্লাই নবাবপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহসিন মির্জা, এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন শাহিন,দোল্লাই নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শুভ,দোল্লাই নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ হোসেন,বরকইট ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি শাকিল হোসেন,এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন,জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান হৃদয়,মাহিবুল ইসলাম রাছেল, এস এম সোহেল সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচী পালন শেষে চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউছার আলম আপন জানান সংগঠনের প্রতিটি নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে গাছ লাগিয়েছি।এভাবে পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে এই বৃক্ষ রোপন কর্মসূচী করা হবে এবং প্রতিটা ছাত্রলীগের নেতাকর্মীদের ৩ টি করে গাছ রোপন করার জন্য জোর আহব্বান করেন তিনি।