জেলার দায়িত্ব পালনে সচিবরা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকোল অফিসার আলাউদ্দীন আহমেদ চৌধুরী নাসিম।
একটি অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেছেন, একজন সচিব তার দাপ্তরিক দৈনন্দিন কাজকর্মে এতই ব্যস্ত থাকনে যে, কাজকর্ম সামাল দিয়ে তার পক্ষে জেলার দায়িত্ব পালন করা অসম্ভব। একজন সচিবের একটি মন্ত্রণালয় দেখভাল করতে হয়।
তার প্রচুর রুটিন কাজ থাকে। এই রুটিন কাজ করে তিনি তার পরিবারকেই সময় দিতে পারেন না। তার ওপর জেলার দায়িত্ব মোটেও পালন করতে পারছেন না।
তিনি বলেন, হয়তো তারা জেলার ফোন করছেন কিংবা দুয়েকবার যাচ্ছেন কিন্তু, এতে জেলায় করোনা পরিস্থিতিরতে যে সমস্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার সেগুলোর কিছুই হচ্ছে না।
তিনি মনে করেন, এ সময় জেলার দায়িত্ব দেওয়া উচিৎ ছিলো একজন রাজনীতিবিদ এমপিকে। যিনি এলাকার পরে থাকবেন এবং সার্বক্ষণিকভাবে এলাকার সমস্যাগুলো দেখবেন এবং সেগুলোর সমাধানের জন্য উপর মহলে যোগাযোগ করবেন।