অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু সপ্তক। বৃহস্পতিবার সকালে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। এখন মেয়ে সংজ্ঞা বিদেশ থেকে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে গানের জগতের এই কিংবদন্তির।
সদ্য প্রয়াত এই কিংবদন্তির বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস সপ্তকের দেশে পৌঁছানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নামেন সপ্তক। সেখান থেকে তাকে সরাসরি বৃহস্পতিবার সকালে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। এখন মেয়ে সংজ্ঞা ফিরলেই ১৫ জুলাই শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংজ্ঞার ফিরতে দেরি হচ্ছে। ১৩ জুলাই রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। এবং ১৪ জুলাই ঢাকা হয়ে রাজশাহী পৌঁছাবেন।
এর আগে গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এরপর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ছেলে-মেয়ের অপেক্ষায় আগামী ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের দিন নির্ধারণ করেছে পরিবার। শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই সমাহিত করা হবে।