সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সাহারা খাতুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এক শোক বার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। এই ক্ষতি পূরণীয় নয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, প্রার্থনা করছি যাতে এ শোক সবাই কাটিয়ে উঠতে পারে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাহারা খাতুন কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।