December 26, 2024, 3:12 pm

সাহারা খাতুনের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, July 11, 2020,
  • 90 Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে তার নিজ বাস ভবনের পাশে বায়তুল শরফ জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় জানাজা বেলা ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরেই তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশেষ বিমানে করে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় সাবেক এই মন্ত্রীর মরদেহ।

পরে সেখান থেকে মরদেহ সরাসরি নেওয়া হয় তেজগাঁওয়ের তার নিজ বাস ভবনে। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71